ইউনিয়নে ২টি বাজার রয়েছে। যথা:
(ক) আদিয়াবাদ পি.বি. নগর বাজার : আদিয়াবাদ পি.বি. নগর বাজারটি অত্র ইউনিয়নের সর্বপ্রথম প্রতিষ্ঠিত বাজার। বাজারটি প্রতি সপ্তাহে সোমবার ও বুধবার দুপুরের পর থেকে বসে। বাজারটিতে প্রচুর সবুজ শাক-শবজি, তরি-তরকারী, নদীর মাছ ও অন্যান্য সামগ্রি পাইকারী এবং খুচরা ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে। এছাড়া অন্যান্য দিনও বাজার বসে । এর পাশ দিয়ে আড়িয়াল খাঁ নদী বহমান।
(খ) বেলায়েত অালী স্কুল বাজার : বেলায়েত আলী স্কুল বাজারটি অত্র ইউনিয়নের মধ্যস্থানে অবস্থিত। বাজারের পাশেই অত্র ইউনিয়নের একমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যান কেন্দ্রটি অবস্থিত। এ বাজারে প্রতি দিনই বিকাল হতে রাত্র পর্যন্ত বাজার বসে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস