ডৌকারচর ইউনিয়নে যুদ্ধ বিমান বিধ্বস্ত
নরসিংদীর রায়পুরা উপজেলার আকাশসীমায় সোমবার সকালে এফ-৭ বিজি ফাইটার নামে একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১ টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি যুদ্ধ বিমান প্রশিক্ষণকালীন মহড়ার সময় রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের কাশিমনগর এলাকার আকাশসীমায় বিমান দু’টির মধ্যে সংঘর্ষ ঘটলে বিকট শব্দ হয়। মুহুর্তের মধ্যে একটি বিমানের দু’টি রিজার্ভ ফুয়েল ড্রপই বিমান থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে ভূলুন্ঠিত হয়। ছোট অংশটি পড়ে আদিয়াবাদ পি.বি. নগর গ্রামের শাহআলম এর জমিতে এবং বড় অংশটি, যার দৈর্ঘ্য ১৬.৫ ফুট এবং ব্যাস ৪.৫ ফুট, সেটি পড়ে কাশিমনগর গ্রামের আজগর আলীর বাড়ির সামনের রাস্তার পাশে। এ ঘটনায় কোন হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাইনি। তবে দূর্ঘটনা কবলিত বিমান দু’টি নিরাপদেই ঢাকায় অবতরণ করেছে বলে বিমান বাহিনী সূত্রে জানা গেছে। খবর পেয়ে নরসিংদী ডিবি পুলিশ সহ নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শাহ নেওয়াজ, এএসপি (সার্কেল, সিনিয়র) মোস্তাক সরকার, রায়পুরা থানার ওসি কাজী মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) পিন্টু বেপারী, ডৌকারচর ইউপি চেয়ারম্যান মোঃ লোকমান মিয়া তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে ছুটে আসেন। নজির বিহীন এ ঘটনাটি দেখার জন্য এলাকার হাজার হাজার উৎসুক জনতা ভীড় জমায়। বেলা আড়াইটার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সিকিউরিটি (প্রভোষ্ট) দল ফ্লাইট সার্জেন্ট মোঃ শিহাব ও জাহাঙ্গীরের নের্তৃত্বে ঘটনাস্থলে পৌছে। বিকেল ৪টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি টেকনিক্যাল দলও কর্নেল আনিস এর নের্তৃত্বে দূর্ঘটনাস্থলে এসে পৌঁছায়। কর্ণেল আনিসের কাছে বিমান দূর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে তাৎক্ষনিক ভাবে তিনি কোন ব্যাখ্যা দিতে পারেননি। তবে পরীক্ষা নিরীক্ষার পর সকল তথ্য বেড়িয়ে আসবে বলে তিনি জানান। বিকেলে বিমানের পরিত্যাক্ত অংশ দু’টি ট্রাকযোগে ঢাকায় নেয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস